ভর্তির শর্তাবলী
ভর্তির শর্তাবলী
০১. প্রতিষ্টানের সকল নিয়মকানুনের প্রতি আন্তরিক হতে হবে।
০২. নির্ধারিত তারিখের পর অবশ্যই বিলম্ব ফি সহ মাসিক বেতন পরিশোধ করতে হবে।
০৩. যে সকল নিয়ম ভঙ্গের জন্য পরবর্তী বছর ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেঃ-
অনিয়োমিত বেতন পরিশোধকারী
অনিয়োমিত ক্লাসে উপস্থিতি
অনিয়োমিত পরীক্ষায় অংশগ্রহণকারী
প্রতিষ্টানের নিয়োমকানুন ভাঙ্গকারী
০৪. নির্ধারিত ইউনিফর্ম ব্যতিত কোন ছাত্র/ছাত্রী ক্লাসে আসতে পারবে না।অভিভাবক সম্মেলনগুলোতে অন্তত একজন অভিভাবক অথবা তার প্রতিনিধিকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
নির্ধারিত তারিখের আগে বা পরে পরীক্ষায় অংশগ্রহণ করার কোন সুযোগ নেই।
কোন অভিভাক ক্লাসের সময় ক্লাসের ভিতরে প্রবেশ করতে পারবে না।
আগে ব্যাগ রেখে জায়গা রাখা যাবে না।
সন্তান কান্না করলে সন্তানকে নিয়ে বাহিরে অপেক্ষা করতে হবে।
যে কোন অভিযোগ মাদরাসা অফিস কক্ষে জানাতে হবে।০৫. নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হলে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না।
০৬. যে কোন দূর্যোগ, মহামারি অথবা সরকারী ঘোষণায় দীর্ঘদিন মাদরাসা বন্ধ থাকলে
- ০১. সকল শিক্ষার্থীকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী হতে হবে।
- ০২. অধ্যয়নকালে রাজনৈতিক সংগঠন বা এর কোন অংগ সংগঠনের সাথে জড়িত থাকতে পারবে না।
- ০৩. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে।
- ০৪. কেন্দ্রীয় পরীক্ষার পরবর্তী জামায়াত সমূহের ক্ষেত্রে প্রশাসা পত্র ও একাডেমীক ট্রান্সক্রিপ্টের মূল কপি অবশ্যই জমা দিতে হবে।
- ০৫. আমল, আক্বীদা, আখলাক, ইত্যাদি সকল ক্ষেত্রে দারুননাজাতের আদর্শ গ্রহণে আগ্রহী হতে হবে।
- ০৬. মাদরাসা কর্তৃপক্ষের ধার্যকৃত ফিসমূহ পরিশোধের সামার্থ থাকতে হবে।